কোনো মুসলিমকে তাকফির করা | শাইখুল ইসলাম ইবনু তাইমিয়্যাহ

সালাফি দাওয়াহ বাংলা
ইমাম ইবনু তাইমিয়্যাহ (رحمه الله) বলেছেন:
কারো জন্য (জায়েয) নয় কোনো মুসলিমকে কাফির ডাকা, যদিও সে কোনো ভুল করে থাকে ও ভুলে পতিত হয়, যতক্ষণ পর্যন্ত না তার ওপর প্রমাণ প্রতিষ্ঠা (হুজ্জাহ কায়েম) করা হয় এবং তার কাছে সিরাতুল মুস্তাকিম (সরল-সঠিক পথ) স্পষ্ট করা হয়; কোনো ব্যক্তির ইয়াকিনের সাথে প্রতিষ্ঠা লাভ করা ইমান¹ সন্দেহের কারণে তার কাছ থেকে অপসরণ করা হবে না। বরং, তার বিরুদ্ধে প্রমাণ প্রতিষ্ঠা (হুজ্জাহ কায়েম) ও (সবধরনের) সন্দেহ দূর করার পরেই তা অপসৃত হবে।
[মাজমু আল-ফাতাওয়া, ১২শ খণ্ড, পৃ. ৫০১]

¹ ইমান হচ্ছে কথা, আমাল ও অন্তরে বিশ্বাস; তা (আল্লাহর) আনুগত্যমূলক আমালের মাধ্যমে বাড়তে থাকে এবং তাঁর প্রতি অবাধ্যতামূলক আমালের কারণে কমতে থাকে।

সোর্স: Mikail Ibn Mahboob Ariff
পরবর্তী পোস্ট পূর্ববর্তী পোস্ট
কোনো কমেন্ট নেই
কমেন্ট করুন
comment url