স্রষ্টার অস্তিত্ব সম্পর্কে ধারণা থাকা অপরিহার্য | ইবনু তাইমিয়্যাহ
শাইখুল ইসলাম ইবনু তাইমিয়্যাহ (رحمه الله) বলেছেন:
একজন স্রষ্টা যে আছেন এই স্বীকৃতি নিয়ে বললে, এটি এমন অপরিহার্য ইলম যা সবাই ধারণ করে। এটা এতোই স্পষ্ট যে, কেউ এটা জানবে না তা হয় না। বরং, একজন ব্যক্তি অবশ্যই এটা জানতো, যদিও হতে পারে সে তা ভুলে গেছে। এজন্য এই ধারণাটি কাউকে শেখানোকে বলা হয় ‘স্মরণ করিয়ে দেওয়া’, যেহেতু এটি ঐ ব্যক্তিকে এমনকিছুর ব্যাপারে স্মরণ করিয়ে দেওয়া যা সে সহজাতভাবেই জানতো তবে হয়তো ভুলে গেছে।
[দার তাআরুদ আল-আকল ওয়ান নাকল: ৮/৪৮৯]
সোর্স: DUS Dawah