আল্লাহর সিফাতের ওপর আহলুস সুন্নাহর বিশ্বাস যেমন
শাইখ খালিল আল-হাররাস (رحمه الله) বলেছেন:
(আল্লাহর) সিফাতের ব্যাপারে সহিহ সুন্নাহ যা নিয়ে এসেছে, আহলুস সুন্নাহ তার ওপর বিশ্বাস স্থাপন করে। যেমন আল্লাহ তাঁর কিতাবে যা জানিয়েছেন, তার ওপর বিকৃতি ও অস্বীকার না করে এবং “কীরকম” প্রশ্ন না করে কিংবা এর তুলনা না দিয়ে বিশ্বাস।
[শারহু আল-ওয়াসিতিয়্যাহ লি হাররাস, পৃ. ১৮৩]
সোর্স: Pristine Methodology