Disclaimer (ডিসক্লেইমার)
সর্বশেষ আপডেট: ১০ মে, ২০২৫ ইং
ক. সাধারণ ডিসক্লেইমার:
- এই সাইটের সকল কনটেন্ট শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। প্রকাশিত কোনো লেখা, ফাতওয়া বা ব্যাখ্যা ব্যবহারের ফলে সৃষ্ট দ্বীনি বা বৈষয়িক সমস্যার জন্য পুরোপুরিভাবে আমরা দায়ী নই। ইসলামি ইলমের জন্য ব্যবহারকারীকে অবশ্যই সালাফি উলামা প্রণীত কিতাবাদির মাধ্যমে দ্বীনের দালিলিক উৎস (কুরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস) দিয়ে যাচাই করে নিতে হবে।
খ. এক্সটার্নাল লিঙ্ক ও থার্ড পার্টি সম্পর্কিত:
- সাইটে অন্যান্য ওয়েবসাইটের লিংক থাকতে পারে। এসব সাইটের কনটেন্ট, গোপনীয়তা নীতি বা নির্ভরযোগ্যতা আমাদের নিয়ন্ত্রণে নেই।
গ. তথ্যের যথার্থতা:
- অনুবাদের ক্ষেত্রে সবসময় আমরা সঠিকভাবে সম্পাদনের সর্বোচ্চ চেষ্টা করি, তবে কোনো ভুল-ত্রুটি থাকলে তা অনিচ্ছাকৃত। তাই, যেকোনো সংশোধনীর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।
ঘ. অলাভজনক উদ্যোগ:
- সাইট থেকে আমাদের কোনো আর্থিক লাভ (অ্যাড, মনিটাইজেশন ইত্যাদি) বা রাজনৈতিক উদ্দেশ্য নেই। ‘সালাফি দাওয়াহ বাংলা’ একটি সম্পূর্ণ অলাভজনক ও অরাজনৈতিক দাওয়াতি উদ্যোগ। এর সকল কার্যক্রম দ্বীনি সেবার নিয়তে পরিচালিত।