Privacy Policy (গোপনীয়তা নীতি)
সর্বশেষ আপডেট: ১০ মে, ২০২৫ ইং
ক. সংগ্রহকৃত তথ্য:
সাইটে Google-এর স্ট্যান্ডার্ড প্রাইভেসি পলিসি প্রযোজ্য। আমরা ব্যবহারকারীর নাম, ইমেইল, বা ফোন নম্বর জমা রাখি না। তবে, Google Analytics-এর মাধ্যমে নিম্নোক্ত তথ্য সংগ্রহ হতে পারে:
সাইটে Google-এর স্ট্যান্ডার্ড প্রাইভেসি পলিসি প্রযোজ্য। আমরা ব্যবহারকারীর নাম, ইমেইল, বা ফোন নম্বর জমা রাখি না। তবে, Google Analytics-এর মাধ্যমে নিম্নোক্ত তথ্য সংগ্রহ হতে পারে:
- IP অ্যাড্রেস
- ব্রাউজারের ধরন
- ভিজিটের সময় ও পেইজ
খ. তথ্য ব্যবহার:
- সংগ্রহকৃত ডেটা শুধুমাত্র ট্রাফিক বিশ্লেষণ ও কনটেন্ট উন্নয়নের জন্য ব্যবহৃত হয়।
- কোনো তথ্য তৃতীয় পক্ষের সাথে শেয়ার করা হয় না (জবাবদিহিতা ছাড়া)।
গ. কুকিজ:
- সাইটে Google-এর কুকিজ ব্যবহৃত হয়, যা ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করতে সহায়ক। চাইলে ব্রাউজার সেটিংস থেকে কুকিজ নিয়ন্ত্রণ করতে পারেন।
ঘ. ডেটা সুরক্ষা:
- ইন্টারনেটের স্বাভাবিক ঝুঁকি (ডেটা লিক, হ্যাকিং, ফিশিং, স্প্যামিং ইত্যাদি) এড়ানোর জন্য আমরা সচেষ্ট, তবে পূর্ণ নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়।
ঙ. শিশুদের গোপনীয়তা:
আমাদের সাথে যোগাযোগ করুন।
- সাইটের কনটেন্ট ১৩ বছরের কম বয়সী শিশুদের জন্য লক্ষ্য করে প্রকাশিত হয়নি। কোনো শিশুর ডেটা জমা হলে তা মুছে দেওয়া হবে।