Terms & Conditions (শর্তাবলী)
সর্বশেষ আপডেট: ১০ মে, ২০২৫
ক. কনটেন্ট ব্যবহারের নিয়ম:
– ক্রেডিটসহ শেয়ার:
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা অন্য যেকোনো প্ল্যাটফর্মে শেয়ার করলে স্পষ্টভাবে উৎস (সাইটের নাম ও লিঙ্ক) উল্লেখ করুন। যেমন: “সূত্র: salafidawahbangla.com [সংশ্লিষ্ট পোস্টের লিংক] ”
– নিষিদ্ধ কার্যক্রম:
- কন্টেন্ট কপি করে লেখক/উৎসের নাম গোপন করা।
- আংশিক উদ্ধৃতি দিয়ে প্রসঙ্গ বিকৃত করা (যেমন: শুধুমাত্র শিরোনাম শেয়ার করা)।
- সাইটের কনটেন্ট হ্যাক/স্ক্র্যাপ করে অন্য সাইটে পুনঃপ্রকাশ।
- বিনা অনুমতিতে সাইটের ছবি, ভিডিয়ো বা যেকোনো ডিজাইন এডিট বা রিমিক্স করে অন্যত্র আপলোড করা।
খ. পাঠকের দায়বদ্ধতা:
- ইসলামি শিষ্টাচার মেনে কমেন্ট করুন। গীবত, বিদ্বেষ বা রাজনৈতিক কোনো বিতর্ক নিষিদ্ধ।
গ. কপিরাইট:
- সাইটের সকল কন্টেন্টের সর্বস্বত্ব ‘সালাফি দাওয়াহ বাংলা’ কর্তৃক এককভাবে সংরক্ষিত।
ঘ. পরিবর্তনের অধিকার:
- আমরা যেকোনো সময় শর্তাবলী পরিবর্তন করতে পারি। তাই, শেষ আপডেট জানতে ওপরে দেওয়া তারিখ দ্রষ্টব্য।