একজন আলিমের শাস্তি | হাসান আল-বাসরি
আল-হাসান আল-বাসরি (رحمه الله) বলেছেন:
একজন আলিমের শাস্তি হলো তার অন্তরের মৃত্যু। তাঁকে জিজ্ঞেস করা হয়: অন্তরের মৃত্যু কী? তিনি বললেন: আখিরাতের আমল দিয়ে দুনিয়াবি লাভ কামাই।
[জামিউল বায়ান আল-ইলম ওয়া ফাদলিহ, ১১৬৫]
সোর্স: Ar-risaalah Publications