দ্বীন নিয়ে ঠাট্টা-মশকরা করা কুফরি | বিন বায
শাইখ বিন বায (رحمه الله) বলেছেন:
নিশ্চয়, দ্বীন নিয়ে ঠাট্টা করা উলামাদের ইজমা অনুযায়ী কুফরি যদিও সে (তাদের মধ্য থেকে হয় যারা) বলে: ‘আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহর ছাড়া কোনো সত্য উপাস্য নেই এবং মুহাম্মাদ (ﷺ) তাঁর রাসূল।’
[নুর আলাদ-দারব, ৪/১১৭]
সোর্স: Pristine Methodology