তাবলিগ জামাতের আকিদাগত বিষয়ে নিশ্চিত জ্ঞান নেই | বিন বায

সালাফি দাওয়াহ বাংলা
শাইখ আব্দুল-আযিয ইবনু বায (رحمه الله):
তাবলিগ জামাতের আকিদাগত বিষয়ে নিশ্চিত জ্ঞান নেই, তাই আহলুস-সুন্নাহ ওয়াল-জামা‘আহ যে আকিদার ওপর রয়েছে তার ব্যাপারে বিশুদ্ধ, সঠিক ইলম ও গভীর জ্ঞান থাকা ব্যক্তি ছাড়া কারো জন্য তাদের সাথে বের হওয়া জায়েয নেই যাতে সে তাদের পথপ্রদর্শন করে ও উপদেশ দেয় এবং ভালোকাজে তাদের সহযোগিতা করে, কারণ তারা তাদের কাজে খুবই সক্রিয়। তবে তাদের আরো ইলমের প্রয়োজন এবং (তাদেরকে প্রয়োজন) যারা তাদেরকে তাওহীদ ও সুন্নাহর উলামাদের থেকে স্পষ্টদৃষ্টি প্রদান করবে। আল্লাহ সবাইকে দ্বীনের বুঝ এবং এর ওপর দৃঢ়তা দান করুক।
[مجموع الفتاوى والمقالات المتنوعة لابن باز، ج. ٨، ص. ٣٣١]

সোর্স: fatwaislam.com
পরবর্তী পোস্ট পূর্ববর্তী পোস্ট
কোনো কমেন্ট নেই
কমেন্ট করুন
comment url