আল্লাহর ভয় ব্যক্তিকে আল্লাহর দিকে পরিচালিত করে
সাঈদ বিন ইসমাঈল (رحمه الله) বলেছেন:
আল্লাহভীতি তোমাকে আল্লাহর (পথ, আনুগত্য ও খুশি ইত্যাদি) দিকে পরিচালিত করে। তোমার অন্তরের আত্মবিমুগ্ধতা আল্লাহ থেকে তোমায় ছিন্ন করে, এবং অন্তরে মানুষকে ছোট করে দেখাটা একটা রোগ যার কোনো নিরাময় নেই।
[শুআবুল ঈমান: ১০/৪৯৪]
সোর্স: Salafi Recordings