মানুষ সবসময়ই কারও না কারও দাস | আল-ফাওযান
শাইখ সালিহ আল-ফাওযান (حفظه الله) বলেছেন:
মানবজাতিকে আল্লাহর ইবাদাতের জন্য সৃষ্টি করা হয়েছে, (শুধু তাঁরই দাসত্বের জন্য)। তবে যদি সে তা ছেড়ে দেয়, সে শয়তানের দাসে পরিণত হয়। তাহলে সে সবসময়ই একজন দাস, (যাই হোক না কেন)—এ থেকে কোনো পরিত্রাণ নেই।
[ইআনাতুল মুস্তাফিদ, পৃ. ১৬৯]
সোর্স: Tasfiyah