মানুষ সবসময়ই কারও না কারও দাস | আল-ফাওযান

সালাফি দাওয়াহ বাংলা
শাইখ সালিহ আল-ফাওযান (حفظه الله) বলেছেন:
মানবজাতিকে আল্লাহর ইবাদাতের জন্য সৃষ্টি করা হয়েছে, (শুধু তাঁরই দাসত্বের জন্য)। তবে যদি সে তা ছেড়ে দেয়, সে শয়তানের দাসে পরিণত হয়। তাহলে সে সবসময়ই একজন দাস, (যাই হোক না কেন)—এ থেকে কোনো পরিত্রাণ নেই।
[ইআনাতুল মুস্তাফিদ, পৃ. ১৬৯]

সোর্স: Tasfiyah
পরবর্তী পোস্ট পূর্ববর্তী পোস্ট
কোনো কমেন্ট নেই
কমেন্ট করুন
comment url