গুনাহর মাধ্যমে এই আলো নিভিয়ে দিয়ো না | ইমাম আশ-শাফিয়িকে ইমাম মালিক

সালাফি দাওয়াহ বাংলা
ইমাম আশ-শাফিয়ি তাঁর শাইখ ইমাম মালিককে পড়ে শুনালেন, এবং এতে তিনি তাঁর ওপর এবং তাঁর মেধায় মুগ্ধ হলেন, তারপর তিনি তাঁকে বললেন:
নিশ্চয়, আল্লাহ তোমার অন্তরে এক আলো স্থাপন করেছেন, সুতরাং এটাকে গুনাহর মাধ্যমে নিভিয়ে দিয়ো না।
তখন ইমাম আশ-শাফিয়ির বয়স ছিল ১৩ বছর।

[আল-বায়হাকির মানাকিব আশ-শাফিয়ি, ১/১০৪]

সোর্স: AbuMuadhTaqweem
পরবর্তী পোস্ট পূর্ববর্তী পোস্ট
কোনো কমেন্ট নেই
কমেন্ট করুন
comment url