বুদ্ধিবৃত্তিকভাবে অসম্ভব বনাম বুদ্ধিবৃত্তিকভাবে আমাদের ঊর্ধ্বে
ইমাম ইবনু তাইমিয়্যাহ (رحمه الله) বলেছেন:
(একদিকে) আমাদের বুদ্ধিবৃত্তি জানে তা অসিদ্ধ ও অসম্ভব এবং (অপরদিকে) যার ব্যাপারে আমাদের বুদ্ধিবৃত্তি চিন্তা করতে, জ্ঞানার্জন করতে অক্ষম—এই দুই বিষয়ে পার্থক্য করা অপরিহার্য। প্রথমটি (এমন কিছু) বিষয়ের অন্তর্ভুক্ত যেসব বুদ্ধিবৃত্তিকভাবে অসম্ভব; পরেরটি এমন বিষয়ের অন্তর্ভুক্ত যা বুদ্ধিবৃত্তিকভাবে (আমাদের) ঊর্ধ্বে। আর (আল্লাহর) রাসূল ﷺ আমাদেরকে পরেরটির ব্যাপারেই জানান।
[আল-জাওয়াব আস-সাহিহ, ৪র্থ খণ্ড, ৩৯১ পৃষ্ঠা]
সোর্স: Tasfiyah