হাদিস: জান্নাতিদের বৈশিষ্ট্য

সালাফি দাওয়াহ বাংলা
হারিসাহ ইবনু ওয়াহব (رضي الله عنه) থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি নবিকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলতে শুনেছি:
আমি কি তোমাদেরকে জান্নাতিদের সম্পর্কে জানাবো? তারা হবে প্রত্যেক দীন, বিনয়ী লোক। তারা যদি কিছু করতে আল্লাহর ওপর কসম করে, আল্লাহ তা পূর্ণ করে দেন। আর জাহান্নামের অধিবাসী হলো প্রত্যেক উগ্র, নিষ্ঠুর অহংকারী লোকেরা।
[সহিহ আল-বুখারি, ৬৬৫৭]

সোর্স: Markaz Bukhari Lpool
পরবর্তী পোস্ট পূর্ববর্তী পোস্ট
কোনো কমেন্ট নেই
কমেন্ট করুন
comment url