সালাতে খুশু আনয়নে উদ্যমী হোন | রাবি আল-মাদখালি

সালাফি দাওয়াহ বাংলা
শাইখ রাবি বিন হাদি আল-মাদখালি (حفظه الله) বলেছেন:
আপনার সালাতে খুশু আনয়নে উদ্যমী হোন—যেন আপনি (আপনার সালাতে) দুনিয়া ভুলে যান, আপনি সম্পদ ভুলে যান, সন্তানদের ভুলে যান, যেন আপনি সবকিছুই ভুলে যান। আর যেন আপনার মনে আল্লাহর () মহত্ত্ব বাদে কিছুই বাকি না থাকে, এবং আপনি যে আয়াতগুলো তিলাওয়াত করছেন, সেগুলো নিয়ে চিন্তা-ফিকির করা যা আপনার ইমানের (বিশ্বাস) বৃদ্ধি ঘটায়।
[ওয়াসায়াহ লুকমান আল-হাকিম লি ইবনিহি, পৃ. ১৬]

পরবর্তী পোস্ট পূর্ববর্তী পোস্ট
কোনো কমেন্ট নেই
কমেন্ট করুন
comment url