অন্তরের দূরে সরে যাওয়াতে যে দোয়া পড়া দরকার | ইবনু উসাইমিন
শাইখ ইবন আল-উসাইমিন (رحمه الله) বলেছেন:
يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ
কোনো ব্যক্তি যখন দেখে যে, তার অন্তর দূরে সরে যাচ্ছে, তবে সে যেন এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় চায় যতক্ষণ পর্যন্ত তার হৃদয় আর পথভ্রষ্ট ও বিচ্যুত না হয়।
[শারহ আল-কাফিয়াহ: ১/৩৭]
সোর্স: Salafi Recordings