নিজেদের মাসজিদ বানান | শাইখ রাবি আল-মাদখালি

সালাফি দাওয়াহ বাংলা
শাইখ রাবি বিন হাদি আল-মাদখালি (حفظه الله) বলেছেন:
আহলুস সুন্নাহর জন্য অপরিহার্য হলো, তাদের নিজেদের মাসজিদ বানানো যেখানে তারা সালাত পড়তে পারবে এবং আল্লাহর সত্য দ্বীন ও সত্য দাওয়াহ কায়েম করতে পারবে। এই মাসজিদগুলো ছাড়া তাদের পক্ষে আল্লাহর (سبحانه وتعالى) দাওয়াহ পৌঁছানো সম্ভব না। আল্লাহর দিকে ডাকতে হলে মাসজিদ প্রয়োজন যেখানে দুরুস (পাঠ) কায়েম হয়; সতর্কতামূলক কথাবার্তা, উপদেশ ও পথনির্দেশ প্রদান করা হয়। যদি মাসজিদগুলো অসৎ, কুসংস্কারাচ্ছন্ন লোকজন ও আহলুল বিদআতের হাতে থাকে, তবে তুমি এই বিষয়গুলোর (দুরুস, সাবধানবাণী, উপদেশ ইত্যাদি) কোনোটিই প্রতিষ্ঠা করতে পারবে না। তাই এটি আবশ্যক যে, আহলুস সুন্নাহ যেকোনোভাবেই হোক মাসাজিদ বানানোর জন্য ত্যাগস্বীকার করবে, এমনকি সেসব খড় দিয়ে (নির্মিত) যদিও হয়।
[المجموع الرائق من الوصايا والزهديات والرقائق]

পরবর্তী পোস্ট পূর্ববর্তী পোস্ট
কোনো কমেন্ট নেই
কমেন্ট করুন
comment url