হাদিস: যখন তুমি একা থাকবে, তখন তা করবে না
আল্লাহর রাসূল (ﷺ) বলেছেন:
যেসব (অবাধ্যতামূলক আমল) তুমি অপছন্দ করো যে লোকেরা দেখুক তুমি করছো, তবে তুমি যখন একা থাকবে, তখনো তা করবে না।
[সিলসিলাহ আস-সাহিহাহ: ১০৫৫ নং]