সুন্নাহর ওপর নিজস্ব মতাদর্শ দাঁড় করানো
ইবনুল কায়্যিম আল-জাওযিয়্যাহ (رحمه الله) বলেছেন:
রাসূলের স্বরের ওপর স্বর উঁচু করা যদি আমল ধ্বংসের কারণ হয় তবে তাঁর সুন্নাহর ঊর্ধ্বে মতামত ও আদর্শ উত্থাপনের ব্যাপারে তোমার কী মনে হয়।
[মাদারিজ আস-সালিকিন, ২য় খণ্ড, ৩১৪ পৃষ্ঠা]
সোর্স: Pristine Methodology