আহলুস সুন্নাহর মাযহাব | ইবনু তাইমিয়্যাহ
শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়্যাহ (رحمه الله) বলেছেন:
আহলুস সুন্নাহর মাযহাব প্রাচীন ও সুপরিচিত এবং আল্লাহ আবু হানিফা, মালিক, আশ-শাফিয়ি ও আহমাদকে সৃষ্টি করার পূর্ব থেকেই বিদ্যমান। নিশ্চয়, এটি সাহাবাদের মাযহাব যা তাঁরা তাঁদের নবি (ﷺ) থেকে গ্রহণ করেছেন। আর এর বিরোধিতাকারী যেকোনো ব্যক্তি আহলুস সুন্নাহর দৃষ্টিতে একজন বিদআতি।
[মিনহাজ আস-সুন্নাহ: ২/৬০১]