২৭শে রজব কি শবে মেরাজ | ইবনু বায
শাইখ ইবন বায (رحمه الله) বলেছেন:
২৭শে রজবের রাত – যেটাকে বহু লোক মনে করে এ রাতেই ইসরা ও মেরাজ সংঘটিত হয়েছিল – উদ্যাপন করা একটি বিদআত। (এমনকি) ঐ রাতে নির্দিষ্ট কোনো ইবাদাত পালন করা নাজায়েয।
[আল-তাহযির মিন আল-বিদা: পৃ. ০৪]
সোর্স: TROID, Toronto, Canada