ভ্যালেন্টাইন্স ডে’র স্বরূপ | আবু খাদিজাহ
ভ্যালেন্টাইন্স ডে – যা সেইন্ট ভ্যালেন্টাইন্স ডে বা দ্য ফিস্ট অব সেইন্ট ভ্যালেন্টাইন নামেও অভিহিত – ১৪ই ফেব্রুয়ারি পালিত হয়। আগেকার সেইন্টদের সম্মানার্থে এটি পশ্চিমা খ্রিস্টান ধর্মীয় উৎসব হিসেবে উদ্ভূত হয়। ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নেই— নবি (ﷺ) বলেছেন: ‘যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করে, সে তাদের দলভুক্ত গণ্য হবে।’ ¹
¹ ইমাম আহমাদ, আল-মুসনাদ: ২/৫০; আবু দাউদ (رحمه الله) একটি ভালো সনদে বর্ণনা করেছেন, হাদিস ৪০৩১; আর শাইখ আল-আলবানি হাদিসটিকে সহিহ বলেছেন, ‘সহিহ আল-জামি আস-সাগির’, হাদিস ৬০২৫
সোর্স: AbuKhadeejahSP