দুনিয়ার সবচেয়ে সুন্দর জিনিসটির স্বাদ না নিয়েই মানুষ বিদায় নেয়
মালিক বিন দিনার (رحمه الله) বলেছেন:
দুনিয়ার সবচেয়ে সুন্দর জিনিসটির স্বাদ না নিয়েই দুনিয়ার মানুষ বিদায় নেয়। বলা হয়, ‘আর সেটা কী?’ তিনি প্রত্যুত্তরে বললেন, আল্লাহর মারিফাহ (তাঁর নাম, গুণাবলি, কর্ম এবং সৃষ্টির সাথে এসবের পারস্পরিক ক্রিয়া ও সম্পর্ক)।
[আয-যাহাবির আস-সিয়ার: ৫/৩৬৩]
সোর্স: salaf.com