দ্বীনদারিতার চেয়ে পুণ্যবান কোনো রিয্ক নেই
জাফর আস-সাদিক (رضي الله عنه) বলেছেন:
দ্বীনদারিতার চেয়ে পুণ্যবান কোনো রিয্ক নেই। চুপ থাকার চেয়ে উত্তম আর কিছু নেই। অজ্ঞতার চেয়ে ক্ষতিকর আর শত্রু নেই, এবং মিথ্যাবাদিতার চেয়ে খারাপ কোনো রোগ নেই।
[সিয়ারুল আলাম আন-নুবালা: ৬/২৬৩]