মুসলিম সমাজ যে বিপজ্জনক বিষয়ের সম্মুখীন | বিন বায
শাইখ আব্দুল আযিয বিন বায (رحمه الله):
অবশ্যই, মুসলিম সমাজ বর্তমানে সবচেয়ে বিপজ্জনক যে বিষয়টির সম্মুখীন হচ্ছে তাকে বলা হয় বুদ্ধিবৃত্তিক লড়াই (Intellectual warfare) যার বিবিধ অস্ত্রের মাঝে যেমন আছে: বই, ব্রডকাস্ট, সংবাদপত্র, ম্যাগাজিন এবং এছাড়া অন্যান্য হাতিয়ার।
[মাজাল্লাহ আল-বুহুস আল-ইসলামিয়্যাহ, ১৭শ সংস্করণ, পৃ. ০৭]
মুসলিমদের বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক যুদ্ধ:
আকিদাহ নষ্ট করতে বিভিন্ন পথভ্রষ্ট ভাবাদর্শের রপ্তানি; আল-ওয়ালা ওয়াল বারার (আল্লাহর জন্য মৈত্রী ও বৈরিতা) অপসারণ; ইসলামকে প্রগতিশীলতার ঘাটতির জন্য দোষারোপ করা; সামাজিক সাংস্কৃতিক পরিবর্তনের (Sociocultural change) জন্য শিক্ষাব্যবস্থার ওপর ফোকাস করে লবি করা; সমাজে লিবারেল বা উদারনৈতিক চিন্তাধারা (Liberal ideas and values) প্রচার করা...
এসবের বিরুদ্ধে প্রতিরক্ষা:
দ্বীনে ফিরে আসা, দ্বীনদার হওয়া, দ্বীনের জ্ঞানার্জন করা, যে ইলম অর্জিত হয় তার ওপর আমল করা এবং আল্লাহর দ্বীনের ওপর দৃঢ়ভাবে অটল থাকা।
সোর্স: @Aboo_Tasneem