যে গুনাহ ব্যক্তির ক্ষতি করে | ইবনু তাইমিয়্যাহ
শাইখুল ইসলাম ইমাম ইবন তাইমিয়্যাহ (رحمه الله) বলেছেন:
যে গুনাহ থেকে কোনো ব্যক্তি তাওবাহ করেনি, সে গুনাহই তার ক্ষতি করে। আর যে গুনাহ থেকে সে তাওবাহ করেছে, এটা সম্ভব যে, তাওবাহর পর সে গুনাহ করার আগে যেমন ছিল তার চেয়ে ভালো হয়ে গেছে।
[মাজমু আল-ফাতাওয়া: ১৫/৫৪]
সোর্স: Salafi Recordings