দুনিয়ায় মানুষ সবসময় সুখী থাকে না | ইবনু উসাইমিন
শাইখ ইবন উসাইমিন (رحمه الله) বলেছেন:
আর এ দুনিয়ায় একজন মানুষ কখনো সবসময় সুখী হতে পারে না। বরং, কিছুদিন সে সুখী হয় এবং কিছুদিন দুঃখী হয়।
[শারহ রিয়াদ আস-সালিহিন: ১/২৪৩]
সোর্স: Ar-risaalah Publications