হাদিস: সর্বোত্তম প্রজন্ম হলো আমার প্রজন্ম
নবি (ﷺ) বলেছেন:
সর্বোত্তম মানুষ হলো আমার প্রজন্ম (সাহাবিগণ)। তারপর তাঁদের পরে যারা আসবে, তারপর তাঁদের পরে যারা আসবে। তারপর এমন লোকেদের আগমন হবে যাদের কেউ সাক্ষ্যদানের পূর্বে কসম করবে এবং কসমের পূর্বে সাক্ষ্যদান করবে।*
[সহিহ বুখারি ৩৬৫১]
* অর্থাৎ, তারা শপথ করা ও সাক্ষ্যদানের ক্ষেত্রে তাড়াহুড়ো করবে, এবং এটাকে ছোট করে দেখবে
সোর্স: Following The Sunnah