হতাশা ও বিষণ্ণতার চিকিৎসা কুরআন ও সুন্নাহতেই নিহিত

সালাফি দাওয়াহ বাংলা
শাইখ মুহাম্মাদ বিন গালিব আল-উমারি (حفظه الله) বলেছেন:
আমি পশ্চিমাদের দ্বারা লিখিত হতাশা (Depression) কাটিয়ে ওঠা, বিষণ্ণতার চিকিৎসা এবং সুখ অর্জনের বইগুলো নিয়ে চিন্তা করেছি এবং আমি দেখলাম যে, এসব যা কিছু সত্য এবং বাস্তবতা ধারণ করে তা কুরআন ও সুন্নাহয় (ইতোমধ্যে) বলা হয়েছে এবং উলামাদের বইয়ে লেখা আছে।

একারণে, আমাদের নিজস্ব সোর্স থেকে সংগৃহীত শিক্ষাগত এবং মনস্তাত্ত্বিক (Psychological) স্টাডি আমাদের কতটা প্রয়োজন, এবং যদি তা হতো, তবে আমাদের আর অন্যের প্রয়োজন হতো না। যাইহোক, আমরা কম্পাস হারিয়ে ফেলেছি, এবং ফলস্বরূপ, পথ থেকে বিচ্যুত হয়েছি।
[শাইখের টুইট থেকে সংগৃহীত]

সোর্স: Dr. Mohammad bin Ghālib
পরবর্তী পোস্ট পূর্ববর্তী পোস্ট
কোনো কমেন্ট নেই
কমেন্ট করুন
comment url