হাদিস: বিনয়ী হওয়ার অপরিহার্যতা
নবি (ﷺ) বলেছেন:
আল্লাহ আমার কাছে ওয়াহি পাঠিয়েছেন যে, তোমাদের বিনয়ী হওয়া অপরিহার্য, যাতে করে কেউই অন্যের ওপর জুলুম না করে এবং অন্যের ওপর গর্ব না করে।