দৃষ্টির অবাধ বিচরণ অন্তরকে অস্থির করে | ইবনুল কাইয়িম

সালাফি দাওয়াহ বাংলা
ইমাম ইবন আল-কাইয়্যিম (رحمه الله) বলেছেন:
চোখের নিয়ন্ত্রণ আল্লাহর প্রতি একনিষ্ঠ ও নিবদ্ধ একটি অন্তরকে উপযোগী করে তোলে। দৃষ্টিকে বিচরণ করতে দেওয়া অন্তরকে অস্থির করে ফেলে এবং একে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দেয়। একজন মানুষের জন্য তার দৃষ্টিকে বিচরণ করতে দেওয়ার চাইতে ক্ষতিকর আর কিছুই নেই, যেহেতু তা ব্যক্তি ও তার রবের মাঝে বিচ্ছেদ ঘটায়।
[One Hundred Pieces of Advice, Authentic Statements Pubs. p.27]

সোর্স: Salafi Recordings
পরবর্তী পোস্ট পূর্ববর্তী পোস্ট
কোনো কমেন্ট নেই
কমেন্ট করুন
comment url