যে কারণে আপনার মুফতি মেঙ্ক থেকে দূরে থাকা দরকার
মি. মেঙ্ক একজন দেওবন্দি হওয়া ছাড়াও লিবারেল সাজা এবং সবার কাছে গৃহীত হওয়ার আশা রেখে ইসলামের বিরুদ্ধে কতিপয় অপরাধ করেছেন। তিনি বলেছেন: মানুষ চাইলে সমকামী (Homosexual) হতে পারে, অথচ আল্লাহ তা হারাম করেছেন। তিনি আরো বলেছেন মানুষ যদি চায় বিপরীত লিঙ্গের সাথে হ্যান্ডশেক করতে পারে, যদিও নবি (ﷺ) তা নিষিদ্ধ করেছেন। তিনি এরকম আরো কিছু ভুলভাল কথা বলেছেন।