তার বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করবে না
আব্দুল্লাহ ইবন মাসউদ (رضي الله عنه) বলেছেন:
তোমাদের মধ্যকার কোনো ব্যক্তিকে যদি গুনাহ করতে দেখো, তার বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করবে না এবং তাকে অপমান করবে না। পরিবর্তে, তার প্রতিকারের জন্য এবং তার তাওবাহ কবুলের জন্য আল্লাহর কাছে দোয়া করো, কারণ নিশ্চয়, আমরা যখন কোনো ব্যক্তির সমাপ্তি কল্যাণের ওপর হচ্ছে দেখতে পেতাম, তার ব্যাপারে আমরা আশা রাখতাম, আর যখন কোনো ব্যক্তির সমাপ্তি মন্দের ওপর হচ্ছে দেখতাম, তাকে নিয়ে আমরা ভয় করতাম।
[ইবন আবিদ দুনিয়ার ‘মাওসুআহ’, ১/৯০-৯১; আত-তাওবাহ ১১২ নং]
সোর্স: Salafi Recordings