হাদিস: প্রতারণার কারণে আল্লাহর গজব নেমে আসা
রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন:
লোকেরা যখন ওজন ও মাপে কম দিবে, তাদেরকে দুর্ভিক্ষ ও চরম দুর্দশা গ্রাস করবে এবং তাদের ওপর শাসকের অত্যাচার আপতিত হবে।
[ইবন মাজাহ ৪০১৯, শাইখ আল-আলবানি বলেছেন এটি ‘হাসান’]