‘আপনি চাইলে মৃত্যুবরণ করতে পারেন’ | ইমাম সাহনুন
ইমাম সাহনুনের (رحمه الله, মৃ. ২৪০হি) জীবনীতে বর্ণিত হয়েছে, তিনি ইবন আল-কাসসারের কাছে তার অসুস্থ অবস্থায় যান এবং বলেন:
‘কী নিয়ে এই ভয় (যাতে আপনাকে দেখছি)?’
তিনি তাঁকে বললেন: ‘মৃত্যু এবং (হিসেবের জন্য) আল্লাহর সাক্ষাৎ।’
সাহনুন তাঁকে বললেন: ‘আপনি কি রুসুলদের ওপর ঈমান আনেননি? বিশ্বাস করেন না পুনরুত্থান ও বিচারের ওপর, জান্নাত ও জাহান্নামের ওপর, (নবিদের পরে) এই উম্মাহর শ্রেষ্ঠ হলেন আবু বকর, তারপর উমার, এবং কুরআন আল্লাহর বাণী; এটি সৃষ্ট নয়, এবং পুনরুত্থানের দিন আল্লাহকে দেখা যাবে, এবং তিনি আরশের ওপর উঠেছেন, এবং জুলুম করলেও তলোয়ারের মাধ্যমে শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না?’
তিনি বললেন: ‘হ্যাঁ, ওয়াল্লাহি!’
তিনি বললেন: ‘আপনি চাইলে মৃত্যুবরণ করতে পারেন, আপনি চাইলে মৃত্যুবরণ করতে পারেন। (অর্থাৎ, এই বিশ্বাসের ওপর থেকে মৃত্যুবরণ করতে আপনার কোনো ভয় নেই)’।
[সিয়ার আলামিন নুবালা : ১২/৬৭]