দুনিয়াটা যেন এক স্বপ্ন | ইয়াহইয়া বিন মাঈন
ইয়াহইয়া বিন মাঈন (رحمه الله) বলেছেন:
দুনিয়াটা একটা স্বপ্নের মতো ছাড়া আর কিছুই না। আমি ২৪ বছর বয়সে হজ করি, হেঁটে মক্কার উদ্দেশে যাওয়ার জন্য বাগদাদ থেকে বের হই, সেটা ছিল ৫০ বছর আগে, আর আমার মনে হচ্ছে তা যেন গতকালই।