নবিদের ওয়ারিশ হতে চাইলে...
শাইখ রাবি আল-মাদখালি (حفظه الله) বলেছেন:
যে নবিদের ওয়ারিশ হতে চায়, তার উচিত আল্লাহর (সুবহানাহু ওয়া তাআলা) তাওহিদ শেখা এবং শিরকের ধরনগুলো বুঝা, তার উচিত এ নিয়ে সতর্ক হওয়া ও মানুষকে এর বিরুদ্ধে সতর্ক করা।
[মারহাবান ইয়া তালিব আল-ইলম, পৃ. ১২০]
সোর্স: Ar-risaalah Publications