তারা হারামের ওপর দৃষ্টি নিক্ষেপ থেকে নিজেকে দমিয়ে রাখতে পারে না
ইমাম ইবনুল কাইয়্যিম (رحمه الله) বলেছেন:
গরমে ও শীতে বহু লোক রাতের সালাত পড়ার জন্য ঘুম থেকে ওঠা এবং সাওম পালনের কষ্ট সহ্য করার ক্ষেত্রে ধৈর্যশীল। অথচ তারা হারামের ওপর দৃষ্টি নিক্ষেপের বেলায় ধৈর্যশীল নয়, এবং তা থেকে নিজেকে দমিয়ে রাখতে পারে না।
[উদ্দাতুস সাবিরিন: ২৪ পৃষ্ঠা]
সোর্স: Salafi Recordings