সালাফরা যেভাবে গুনাহ থেকে বেঁচে চলতেন
আয-যাহাবি বলেছেন, হুরমালা ইবন ওয়াহবকে বলতে শুনেছেন:
আমি শপথ করেছিলাম যখনই আমি কারো গীবত করবো, আমি একদিন সাওম (রোজা) পালন করবো। আমি গীবত করতাম ও সাওম পালন করতাম, আর এতে করে আমি ক্লান্ত হয়ে পড়তাম। তাই আমি শপথ করলাম যখনই আমি কারো গীবত করবো, আমি সাদকা করবো, আর সম্পদের প্রতি ভালোবাসার কারণে আমি গীবত পরিত্যাগ করি।
আয-যাহাবি যোগ করেন:
ওয়াল্লাহি, আলিমরা এমনই ছিলেন। এটিই হচ্ছে কল্যাণকর ইলমের ফসল।
[সিয়ার আলামিন নুবালা, আয-যাহাবি - মারকায আত-তুরাস লিল বারমাজিয়াত, আল-রিয়াদ, ২০১৩ - পৃ. ৯/২২৮]