গোলাম আহমদ কাদিয়ানি মিথ্যা নবিত্বের দাবিদার
শাইখ সালিহ আল-ফাওযান (حفظه الله):
আর আমাদের সময়ে পাকিস্তানের গোলাম আহমদ কাদিয়ানি মিথ্যা নবিত্বের দাবিদার এবং একটি দল তার অনুসরণ করে যাদের ‘কাদিয়ানিয়্যাহ’ ও ‘আহমাদিয়্যাহ’ বলে ডাকা হয়। এই দলটির কুফরির (অবিশ্বাস) ব্যাপারে মুসলিমরা একমত, আর কুফফার হওয়ার কারণে তাদেরকে মক্কায় ঢুকা ও হজ করা থেকে বাধা দেওয়া হয়। কাজেই, নবি (ﷺ)-এর পর আর কোনো নবি পাঠানোর প্রয়োজন নেই, নবি (ﷺ)-এর শরিয়াহর পর আর কোনো শরিয়াহর দরকার নেই। শরিয়াহও টিকে থাকবে, সুন্নাহও টিকে থাকবে, যেন রাসূল (ﷺ) বিদ্যমান। সুতরাং, অন্যকোনো নবি প্রেরণের কোনো প্রয়োজন মানুষের নেই। প্রয়োজনের সময় একজন নবি তখনই পাঠানো হয় যখন পূর্ববর্তী ওহিগুলো বিলীন ও অস্তিত্বহীন হয়ে যায়; তখনই কোনো নবিকে পাঠানো হয়। নবি (ﷺ)-এর বার্তার বেলায় তা অবশিষ্ট থাকবে, এবং তা সুরক্ষিত। কেয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত এটি পুরোপুরিভাবে হারিয়ে যাবে না।
[শাইখের অডিয়ো লেকচার থেকে ইংরেজিতে অনূদিত]