আল্লাহর দিকে ধাবিত হোন | ইমাম আস-সাদি
আল্লাহ (سبحانه وتعالى) বলেছেন:
فَفِرُّوا إِلَى الله
“অতএব, তোমরা আল্লাহর দিকে ধাবিত হও।” [আয-যারিয়াত : ৫০]
ইমাম আব্দুর রহমান আস-সাদি (رحمه الله) উল্লেখ করেছেন:
আল্লাহ যা ঘৃণা করেন, তা থেকে প্রকাশ্যে ও গোপনে তিনি যা ভালোবাসেন তার দিকে ধাবিত হওয়া। (দ্বীনের ব্যাপারে) অজ্ঞতা থেকে (দ্বীনের) ইলমের দিকে ধাবিত হওয়া, কুফর (অবিশ্বাস) থেকে ঈমানের (বিশ্বাস) দিকে ধাবিত হওয়া, অবাধ্যতা থেকে আনুগত্যের দিকে এবং উদাসীনতা থেকে (আল্লাহর) যিক্রের দিকে।
[তাইসির আল-কারিম আর-রহমান ফি তাফসির কালাম আল-মান্নান, পৃ. ১১১৯, দার আল-মাইমান প্রিন্ট, ২য় সংস্করণ]