যে কারণে লোকেরা শাইখ রাবিকে কলঙ্কিত করতে আরম্ভ করে
শাইখ ইবন উসাইমিনকে (رحمه الله) প্রশ্ন করা হয়:
যে ব্যক্তি এই দাবিতে শাইখ রাবি বিন হাদির ক্যাসেটগুলো (এর প্রচার-প্রসার) থেকে নিষেধ করে যে, এসব ফিতনাহর সৃষ্টি করছে এবং এসব মামলাকার উলাত আল-উমুরের (সৌদি শাসকদের) প্রশংসাপূর্ণ, আর তাদের প্রশংসা তার নিফাক (মুনাফেকি) থেকে নির্গত, তার ব্যাপারে আপনার কী উপদেশ?
শাইখের জবাব:
আমরা এটাকে বড়ো ভুল ও ভ্রান্তি মনে করি। শাইখ রাবি সুন্নাহর উলামা এবং আহলুল খাইরদের (কল্যাণের অনুসারী) একজন। তাঁর আকিদা শুদ্ধ, তাঁর মানহাজ শুদ্ধ ও বলিষ্ঠ। তবে, যখন তিনি পরবর্তী কিছু লোকের প্রতীকী ব্যক্তিত্বের (Symbolic figureheads) ব্যাপারে কথা বলা শুরু করেন, তারা তাঁকে এই দোষে কলঙ্কিত করতে আরম্ভ করে।
[كشف اللثام عن مخالفات أحمد سلام]
সোর্স: themadkhalis.com