তার প্রতি উপদেশ যে তার দ্বীনের হেফাজত করতে চায় | ইবনু উসাইমিন
শাইখ ইবন উসাইমিন (رحمه الله) বলেছেন:
প্রত্যেক মুমিন যে তার দ্বীনের হেফাজত করতে চায় তার প্রতি আমার উপদেশ হলো, সে যাকে ভরসা করে তিনি ছাড়া আর কারো কাছ থেকে যাতে এটি (দ্বীন) গ্রহণ না করে। এবং সে যাতে কোনো সংবাদপত্র বা ম্যাগাজিন থেকে কোনো ফাতওয়া না নেয়, যদি না তা এমন ব্যক্তি থেকে আসে যিনি তার আকিদাহ, ইলম ও দ্বীনের ক্ষেত্রে নির্ভরযোগ্য।
[লিকা আল-বাব আল-মাফতুহ, ১০১]
সোর্স: Ar-risaalah Publications