শাইখ রাবির বইয়ের ব্যাপারে সালাফিয়্যাহর অন্যান্য ইমামদের অভিযোগ

সালাফি দাওয়াহ বাংলা
শাইখ রাবি আল-মাদখালি (حفظه الله وسدد خطاه) বলেছেন:
...এবং অন্যান্য যে বইগুলো আমি কিবার উলামাদের জীবদ্দশায় লিখেছি সেগুলোর মধ্যে এমন কোনো বই নেই যার একটা কপি আমি উলামা ও কিছু তুল্লাবুল ইলমকে পাঠাইনি। সেসব উলামাদের কেউই কোনো অভিযোগ তোলেননি, বরং তাঁদের কেউ কেউ স্পষ্টভাবে সমর্থন দিয়েছেন এবং কেউ কেউ আহলুল বিদআতের বিরুদ্ধে রাবি যা লিখছে তার ওপর আস্থা রেখে আমার কিতাবের রেফারেন্স দিয়েছেন। আর আমার কাছে নির্ভরযোগ্য লোকেদের মাধ্যমে পৌঁছেছে, তাঁদের মধ্যে এমনও আছেন যাঁরা আমার লেখার প্রশংসা সুব্যক্ত করেছেন।

তো, এই বইগুলোই আমি কিবার উলামাদের জীবদ্দশায় রচনা করি যা প্রবৃত্তির অনুসারীদেরকে (আহলুল আহওয়া) বিপাকে ফেলেছে...তারা (প্রবৃত্তির অনুসারী) সেসময় ফিতনা সৃষ্টি করতে সক্ষম হয়নি, কিন্তু যখন এই ইমামগণ ইন্তেকাল করলেন, তারা এই সুযোগ গ্রহণ করে এক ভয়ানক যুদ্ধের ঘোষণা দিলো। ফলে, দুনিয়াকে তারা ফিতান ও বিরোধে পূর্ণ করলো; মিথ্যা, অন্যায় ও শঠতার ওপর ভিত্তি করে বই লিখলো; দুনিয়ার পূর্ব ও পশ্চিম সর্বত্র সালাফি যুবকদের বিভক্ত করলো।
[উমদাতুল আবি, পৃ. ৮১-৮২]

সোর্স: @Aboo_Tasneem

পরবর্তী পোস্ট পূর্ববর্তী পোস্ট
কোনো কমেন্ট নেই
কমেন্ট করুন
comment url