অনেকে বলে, ‘তাকে বিয়ে করিয়ে দিন, সে তার হুঁশে ফিরবে!’

সালাফি দাওয়াহ বাংলা
আশ-শাইখ, ড. মুহাম্মাদ বিন গালিব আল-উমারি (حفظه الله):
অনেকে বলে, ‘তাকে বিয়ে করিয়ে দিন, সে তার হুঁশে ফিরবে!’ বরং, তাকে (আগে) তার হুঁশে ফিরতে দিন, তাকে উপদেশ দিন এবং তার দ্বীনদার হওয়ার জন্য আল্লাহর কাছে চান, তারপর বিয়ে দিন। কারণ, আমাদের মেয়ে ও বোনেরা এক্সপেরিমেন্ট ও টেস্টের জায়গা না যে তা করা যাবে।

যদি কেউ তার ছেলেকে সংশোধন করা ও দ্বীনদার বানানোর চেষ্টায় চরমভাবে বিরক্ত হয়ে পড়েন, তিনি যাতে তার ওপর অন্য কাউকে বোঝা না বানান, (সন্তানের) প্রশংসা করে কারো সাথে প্রতারণাও করবেন না যখন সে ঐ প্রশংসার অনুপযুক্ত।
[শাইখের টুইট]

সোর্স: tasfiyah.com
পরবর্তী পোস্ট পূর্ববর্তী পোস্ট
কোনো কমেন্ট নেই
কমেন্ট করুন
comment url