শাইখ ইবনু উসাইমিনের মুখে শাইখ রাবি আল-মাদখালির প্রশংসা

সালাফি দাওয়াহ বাংলা
শাইখ ইবন উসাইমিনকে (رحمه الله) শাইখ রাবি বিন হাদি আল-মাদখালির (حفظه الله) লেখা কিতাবের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন:
স্পষ্ট প্রতীয়মান যে, এই প্রশ্নটির উত্তর আমার দেওয়ার প্রয়োজন নেই। যেভাবে ইমাম আহমাদ ইসহাক বিন রাহাওয়াইহর (رحمه الله) ব্যাপারে জিজ্ঞাসিত হন, এবং তিনি জবাব দেন, ‘আমার মতো কাউকে ইসহাকের ব্যাপারে প্রশ্ন করা হচ্ছে! বরং, ইসহাককে আমার সম্পর্কে প্রশ্ন করা দরকার।’ আর আমি আমার কথার শুরুতে শাইখ রাবি সম্পর্কে যা জানি বলেছি, আল্লাহ তাঁকে সফলতা দিন, এবং এখন পর্যন্ত তাঁর ব্যাপারে আমি আমার অন্তরে যা ধারণা রাখি তার সাথে যা আমি উল্লেখ করেছি তা কখনো অপসৃত হয়নি। এখানে (উনাইযাহ) তাঁর আগমন ও তাঁর যে কথা আমার কাছে পৌঁছেছে, তবে নিঃসন্দেহে, ওসব এমন যে তা কোনো ব্যক্তিকে তাঁর জন্য ভালোবাসা ও দোয়ায় বৃদ্ধি ঘটাবে।
সোর্স: themadkhalis.com
পরবর্তী পোস্ট পূর্ববর্তী পোস্ট
কোনো কমেন্ট নেই
কমেন্ট করুন
comment url