জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন যাঁরা
প্রশ্ন:
কোন কোন ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়?
জবাব:
সাহাবিদের (নবির সাথি) মধ্যে অনেকেই জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ছিলেন, প্রথম দশজন-সহ। তাঁরা হলেন: আবু বকর, উমার, উসমান, আলি, তালহা, আয-যুবাইর, সাআদ ইবন আবি ওয়াক্কাস, আবু উবাইদাহ ইবন আল-জাররাহ, সাঈদ ইবন যাইদ এবং আব্দুর রহমান ইবন আউফ।
[আল-লাজনাহ আদ-দাইমাহ লিল বুহুস আল-ইলমিয়্যাহ ওয়াল ইফতা, গ্রুপ ১, ৩য় খণ্ড, ৪০১ পৃ.]
সোর্স: MajmooF