তোমার মা, তোমার মা, তোমার মা
প্রখ্যাত ইমাম, আল-হাফিয, আমাদের অনুকরণীয় আদর্শ মুহাম্মাদ ইবন আল-মুনকাদির (মৃ. ১৩০হি, رحمه الله) বলেন:
আমার ভাই উমার সারারাত সালাত (তাহাজ্জুদ) পড়ে কাটিয়েছে, আর আমি আমার মায়ের পা মালিশ করে কাটিয়েছি। এবং আমি আমার রাতটি তার রাতের সাথে বিনিময় করবো না।
[সিয়ার আলাম আন-নুবালা, ৫ম খণ্ড, পৃ. ৩৫৯, রেসালাহ পাবলিশার্স, ২য় সংস্করণ]
সোর্স: Markaz Mu’aadh bin Jabal