সালাফদের পথকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরুন
ইমাম ইবনু কুদামাহ আল-মাকদিসি (মৃ. ৬২০হি.) বর্ণনা করেছেন যে, আল-আওযাঈ (মৃ. ১৫৭হি.) বলেছেন:
ন্যায়নিষ্ঠ পূর্ববর্তীদের (সালাফ) রীতিনীতি ও বিশ্বাসকে আঁকড়ে ধরো, মানুষ যদি তোমাকে প্রত্যাখ্যান করে তবুও। মানুষের মতামতের ব্যাপারে সাবধান থাকো, তারা যদি তাদের কথাকে তোমার কাছে সুশোভিত ও সৌন্দর্যমণ্ডিত করে তবুও।
[যাম্মুত তাওয়িল: ৩২]
সোর্স: TROID