একটি নক্ষত্রের বিদায়...
নিশ্চয়ই আমরা আল্লাহরই এবং তাঁর কাছেই ফিরে যাবো। শাইখ রাবি বিন হাদি উমাইর আল-মাদখালি (رحمه الله) তাঁর রবের কাছে ফিরে গেছেন।আল্লাহর নির্ধারিত কাদা ওয়াল কদরের প্রতি বিশ্বাসী হৃদয়ে, সম্মানিত শাইখ রাবি বিন হাদি আল-মাদখালি (আল্লাহ তাঁর ওপর অসীম রহমত বর্ষণ করুন) ইন্তেকাল করেছেন।আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন তাঁকে তাঁর অসীম রহমতে আবৃত করে নেন এবং তাঁকে জান্নাতের সর্বোচ্চ স্তর দান করেন। নিশ্চয়ই আমরা আল্লাহরই এবং নিশ্চয়ই তাঁর কাছেই ফিরে যাবো।
সোর্স: Salah al-Iranee